IDM আপডেট করার টুলস (IDM আপডেট করুন খুব সহজে)

আমরা প্রায় সবাই ফাইল ডাউনলোড করার জন্য IDM ব্যবহার করে থাকি
কিন্তু এইটা আমরা আপডেট দিতে পারি না
কারন আমরা IDM এর crack version বা trial  version ব্যবহার করি
তাই আজকে আমি একটি টুলস শেয়ার করছি যা IDM কে আপডেট করতে পারে!
1
প্রথমে টুলসটি ওপেন করুন তারপর Start বোতাম চাপুন তাহলে আপনার IDM টি crack হয়ে যাবে
IDM আপডেট করতে হলে আপনাকে Update বোতাম এ চাপ দিতে হবে এখন আপনি IDM আপডেট দিতে পারবেন
আপডেট দেয়ার পর আবার Start বতামে চাপ দিলে IDM আবার crack হয়ে যাবে
(এই টুলসটি IDM এর যে কোন Version কে crack করতে পারে)

ফাইল ডিলিট করতে পারছেন না? ডিলিট করুন unlocker দিয়ে!

অনেক সময় আমরা ফাইল ডিলিট করতে গিয়ে অনেক সমস্যায় পরি
বারবার delete করার পরেও তা ডিলিট হয় না, বিভিন্ন error massage আসে
যেমন -
আইসব সমস্যার সমাধান হল Unlocker
মাত্র ৭৮৩ কিলোবিইটের এই সফটওয়্যার দিয়ে আপনি যে কোন ফাইল ডিলিট করতে পারবেন.
2
সফটওয়্যারটি ডাউনলোড করে ইন্সটল করুন তারপর ব্যবহার করুন
unlocker অন্য যেকোনো ডিলিট করার সফটওয়্যার থেকে ভাল
সফটওয়্যারটি ব্যবহার খুবই সহজ
এই সফটওয়্যারটি
Windows 2000/Windows xp/Windows Vista/Windows 7
এ চালানো যায়
সফটওয়্যার ভার্সন – ১.৯.১
তাই ডাউনলোড করে নিন Unlocker

মিডিয়াফায়ার থেকে ডাউনলোড করতে সমস্যা হচ্ছে? তাহলে সমাধান নিন

সালাম নিবেন সবাই,
ইদানিং মিডিয়াফায়ার ডাউনলোড সমস্যায় অনেকেই ভুগছেন, তাই তাদের জন্য এই সমাধান।
৩টি উপায়ে এই সমস্যা থেকে রেহায় পেতে পারেন, প্রথমটি কাজ না করলে পরের ২টি দিয়ে দেখতে পারেন।
উপায় ১ :
  • ডাউনলোড লিঙ্ক ক্লিক করুণ।
  • লগ ইন করুণ মিডিয়াফায়ার একাউন্টে।
  • ব্রাউজার রিফ্রেশ করুণ।
  • এই সমধানটি অপেরা ব্রাউজারে করা হয়েছে।
উপায় ২ :
  •  এখানেঃ [http://deodeye.freehst.com/?p=project/mf/part5] ভিসিট করুণ।
  • মিডিয়াফায়ার লিঙ্কটি কপি করে বক্সে রাখুন, পাসওয়ার্ড থাকলে তা দিন।
  • এখন Generate –এ ক্লিক করুণ।
  • এই উপায়ে আপনি বেশীর ভাগ ডাউনলোড লিঙ্ক পাবেন।
উপায় ৩ :
  • মিডিয়াফায়ার লিঙ্কের পেইজটি ওপেন করুণ।
  • রাইট-ক্লিক করে সোর্স পেইজে যান।
  • এখন, Search (Ctrl + F) সার্চ বক্সেঃ ACV = লিখে ইন্টার চাপুন। দেখবেন, acv=”a href=’http://205.196.122.1/111ds4nwddyg/……..’  এই ধরনের লিঙ্ক প্রকাশ পাচ্ছে।
  • ‘http://205.196.122.1/111ds4nwddyg/…….. কপি করে ব্রাউজারে পেস্ট করে ইন্টার চাপুন।
দেখবেন লিঙ্ক ওপেন হচ্ছে। আর “Preparing Download” আসবে না অথবা, অন্য ধরণের সমস্যা হবে না। যেমনঃ ফাইল ব্লকড ইত্যাদি।

রি-সাইকেল বিন তৈরী করুন পেন ড্রাইভ/ফ্লাস ড্রাইভের ভিতরেই

কেমন আছেন আপনারা। আসা করি ভাল আছেন। আজকে একটি কম্পিউটার ট্রিকস দেখাব সবাইকে। রি-সাইকেল কতটা জরুরী এক ভুক্তবুগি বেঝেন এটার মর্ম । ছোট একটা সফট নাম iBIN . এটা দিয়েই পেন ড্রাইভ , ফ্লাস ড্রাইভে রি-সাইকেল বিন তৈরী করা যায়।

১ম ধাপ: এটি ডাউনলোড করুন। http://www.autohotkey.net/%7EFirstToyLab/iBin.zip
২য় ধাপ: আনজিপ করুন।
৩য় ধাপ: আনজিপ ফাইল টি পেন ড্রাইভে পেষ্ট করুন।
৪র্থ ধাপ: পেষ্ট করা ফাইল গুলোর মধ্যে iBIN ফাইল টিতে ডবল ক্লিক করুন।
এখন পেন ড্রাইভর কোন ফাইল ডিলিট করতে চাইলে নিচের মেসেজ আসবে।
ডিলিট করা ফাইলটি পরে পেতে চাইলে Dump into iBin ক্লিক করুন।
jewelfuji 1271504477 1 1 রি সাইকেল বিন তৈরী করুন পেন ড্রাইভ/ফ্লাস ড্রাইভের ভিতরেই
আরো অপসনের জন্য সিস্টেম ট্রে তে রাইট বাটমে কিালক করুন।
jewelfuji 1271504781 2 2 রি সাইকেল বিন তৈরী করুন পেন ড্রাইভ/ফ্লাস ড্রাইভের ভিতরেই
রি-সাইকেল বিন এ কতটুকু যায়গা রাকতে চান সেটি কাষ্টম অপসনে গিয়ে সিলেক্ট করুন।
jewelfuji 1271504943 3 3 রি সাইকেল বিন তৈরী করুন পেন ড্রাইভ/ফ্লাস ড্রাইভের ভিতরেই
সবাই ভাল থাকুন আবার দেখা হবে। মন্তব্য করতে ভুলবেন না। ধন্যবাদ

click click click থেকে মুক্তি পেতে ব্যাবহার করুন Auto click software !!!!!!!!!!!!!!!

যে সকল ব্যাক্তিগন click to earn এর কাজ করে তাদের জন্য সুখবর! আর নয় নিজের কষ্ট,আর নয় নিজের মূল্যবান সময় নষ্ট.আমরা নিয়ে এসেছি একটি নতুন SOFTWARE যারদ্বারা আপনি আপনার কাজ করিয়ে নিতে পারবেন।শুধু মাএ আপনাকে SOFTWARE টি চালু করে computer টি on রাখতে হবে।তাহলেই SOFTWARE টি আপনার মুনিবের মত কাজ করবে।
।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।  সর্বপ্রথম Anti virus টি disable বা uninstall করুন ।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।
প্রথমে (এই Download টি  download  করুন এবং install(net connection  রাখতে হবে) করুন
   undefined
তারপর এইটি Download করুন কিন্তু এটি  install করতে হবেনা  ।এটিকে Extract  করুন এবং Robot lancer  file  টি open  করুন তার পর চিহ্নিত স্থানে double  click  করুন।
undefined
এটি তিন দিনে Trail version

যেকোনো ছবি দেখে কীভাবে বুঝবেন তা ফটোশপে এডিট করা কি না? খুব সহজেই তা পারবেন-ছবি দিন আর রেসাল্ট পান। কীভাবে?

“বিসমিল্লাহির রহমানির রহিম”
অনেক সময় দেখা যায় খুব নিখুতভাবে ফটোশপ এ ছবি এডিট করা হয় যা ধরা মুশকিল। যারা অনেক দিন ধরে ফটোশপ এ কাজ করেন তারা হয়ত কিছুটা অনুমান করতে পারেন। কিন্তু ভালো এডিটরের এডিট করা ছবি ধরা খুব মুশকিল। কিন্তু আপনি এখন থেকে যে কোন ছবি হোক না কেন বলে দিতে পারবেন সেটি এডিট করা কী না। আর সেটা খুবই সহজে।
undefined
যেভাবে করবেনঃ
  • প্রথমে এখানে ক্লিক করুন।
  • তারপর upload your image বক্স থেকে আপনার ইমেজ আপলোড করুন।
  • কিছুক্ষন অপেক্ষা করুন।
  • Analysis রেসাল্ট ছবির নিচে পাবেন।

আপনার কম্পিউটার এর পাসওয়ার্ড হিসেবে সেট করুন আপনারই ছবি। অর্থাৎ আপনি কম্পিউটার এর সামনে যান আর খুলে যাক আপনার…

সফটওয়্যারটির নাম key lemon v. 2.6.1. সফটওয়্যারটির কাজ হল আপনার ছবিকে পাসওয়ার্ড হিসবে সেট রাখা। আপনি আপনার মডেল প্রথমে কম্পিউটার কে চিনিয়ে দিবেন আর তারপর কম্পিউটার আপনাকে দেখলেই নিজে নিজেই আনলক হয়ে যাবে। মানুষ মানুষকে ভুলে গেলেও এই সফটওয়্যার আপনাকে ভুলবে না।
software টির বিশেষত্ব হলঃ
১. খুব দ্রুত আপনার face detect করতে সক্ষম।
২. কম্পিউটার এর সামনে আপনি বসে থাকলে পাসওয়ার্ড দেয়ার ঝামেলা নেই।
৩. কেউ যদি আপনার আগচরে কম্পিউটার আনলক করতে যায় তাহলে তার ছবি তুলে রাখে এই সফটওয়্যারটি।
৪. একই সাথে আপনি কয়েকজনের মডেল দিয়ে রাখতে পারবেন এবং শুধু তারা সামনে আসলেই কম্পিউটার আনলক হবে।
undefined
KeyLemon-Windows-7

Key Lemon System requirements:
  • Operating systems:
    • Windows XP Sp2/Sp3
    • Windows Vista
    • Windows 7
  • Minimum hardware requirements:
    • Pentium 500 MHz (Recommended: Pentium 1GHz or greater)
    • 100 MB RAM (Recommended: 128 MB RAM or greater)
    • 50 MB hard drive space
    • USB webcam or integrated webcam (laptop)

এই সফটওয়্যার টির ডাউনলোড লিঙ্কটি 4shared.com এ দেওয়া। এখান থেকে ডাউনলোড করতে গেলে আপনাকে সাইন আপ করতে বলবে। যেটা হয়ত অনেকের জন্য ঝামেলা হবে। তাই আমি আপনাদের সুবিধার জন্য আগে থেকেই sign up করা একটি ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আশা করছি আপনারা এই   ইমেইল ও পাসওয়ার্ড এর অপব্যবহার করবেন না।
  • email: afikur_help@ovi.com
  • pass: afikur12345
Windows 7 ও vista ইউজার্স সফটওয়্যারটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
Windows XP ইউজার্স সফটওয়্যারটিডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
যেভাবে ডাউনলোড করবেন-
১.প্রথমে লিঙ্কটি তে ঢুকুন। তারপর ডানপাশে sign in এ ক্লিক করুন ও তারপর email ও password দিন। দেখবেন আমার দেওয়া অ্যাকাউন্ট এ ধুকে গেছে। tab টি ক্লোজ না করে  আপনি আবার আমার দেওয়া এই লিঙ্ক টা তে ক্লিক করবেন। এরপর ডাউনলোড এ ক্লিক করবেন। ২০সেকেন্ড অপেক্ষা করার পর আপনার কাঙ্ক্ষিত ডাউনলোড শুরু হবে। খুবই সহজ কাজ। যাদের ঝামেলা মনে হবে তাদের বলি ভালো জিনিস ফ্রী তে পেতে এতটুকু কষ্ট তো আপনাকে করতেই হবে।

সেট আপ করবেন যেভাবেঃ
১. উইন্ডোজ ৭ ইউজারদের কোন ঝামেলা নেই সেট আপ করুন তারপর নিজের মডেল অ্যাড করুন। তারপর থেকে নির্দিধায় ব্যবহার করুন।
২. উইন্ডোজ এক্সপি ইউজাররা প্রথমে সেট আপ করুন তারপর crack ফাইলটি setup directory তে পেস্ট করুন। পেস্ট করতে গেলে রিপ্লেস কর্তে বলবে। নির্দিধায় রিপ্লেস করে দিন। আর তারপর আজীবন ব্যবহার করুন।

“পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ”

ফেইসবুক থেকে টাইম লাইন রিমুভ করে দিন সহজেই !!!

এখন যে নিয়মটি দেখাবো এটা হচ্ছে টাইম লাইন রিমুভ করার সবচেয়ে সেরা উপায় । এই এপলিকেশনটা প্রায় সব ধরনের ব্রাউজারে সাপর্ট করবে। যেমন ; Firefox, Chrome, Safari, Internet Explorer .
> প্রথমে এই লিংকে প্রবেশ করুন http://www.timelineremove.net/ 
> ঐ সাইটের ডান দিকে একটি এডঅনস ইনষ্টল করার অপশন আছে; সেখান থেকে এডঅনসটি ইনষ্টল করে ফেলুন।
> এবার আপনার ব্রাউজারটি বন্ধ করে আবার চালু করুন মানে রিষ্টার্ট দিন।
দেখুন আপনার টাইম লাইন আর দেখা যাচ্ছে না।

নোট ঃ আবার টাইম লাইনে ফেরত যেতে চাইলে শুধু ঐ এডঅনস টি ডিসেবল অথবা রিমুভ করে দিন।

এক তুড়িতেই বন্ধ করুন আপনার কম্পিউটার …

আজকের টিপস টি খুব বেশি বড় না কিন্তু বেশ কাজের।

অনেক সময় তাড়াহুড়া করে কম্পিউটার বন্ধ করার প্রয়োজন হলে দেখা যায় যে কম্পিউটার বন্ধ হতে বেশি সময় নিচ্ছে।

তখন মন মেজাজ সব কিছুই গরম হয়ে যায়।

তাই কেউ প্লাগ টেনে কেউ আবার পাওয়ার সুইচ চেপে ধরে রেখে কম্পিউটার বন্ধ করে।

আমি জানি না যে এই কাজ গুলো করলে আপনার কম্পিউটার এর কতখানি ক্ষতি হয়।

তবে আমি আপনাদের সেই বিরক্তের সময় টুকু কিছুটা কমানোর জন্যই এই পোস্ট টি লিখতে বসেছি।

তো চলুন বক বক না করে শুরু করে দেই আজকের টিপস।


প্রথম ধাপ

এবার স্টার্ট মেন্যু থেকে Run কে ওপেন করুন এবং সেই বক্স এ লিখুন Regedit ওপেন করুন।

এবার খুঁজুনঃ HKEY_CURRENT_USERControl PanelDesktop

পাওয়া গেলে সেই কি গুলোর মধ্যে থেকে WaitToKillAppTimeout নির্বাচন করুন।

এবার মাউস এর রাইট বাটন ক্লিক করে Modify নির্বাচন করুন।

এর সেখানে Value তে 1000 করুন এবং OK বাটনে ক্লিক করুন।

এর পর HungAppTimeout নির্বাচন করুন।

এবার মাউস এর রাইট বাটন ক্লিক করে Modify নির্বাচন করুন।

এবারোও সেখানে Value তে 1000 করুন এবং OK বাটনে ক্লিক করুন।


দ্বিতীয় ধাপ

এবার খুঁজুনঃ HKEY_USERS.DEFAULTControl PanelDesktop

পাওয়া গেলে সেই কি গুলোর মধ্যে থেকে WaitToKillAppTimeout নির্বাচন করুন।

এবার মাউস এর রাইট বাটন ক্লিক করে Modify নির্বাচন করুন।

এর সেখানে Value তে 1000 করুন এবং OK বাটনে ক্লিক করুন।


তৃতীয় ধাপ

এবার খুঁজুনঃ HKEY_LOCAL_MACHINESystemCurrentControlSetControl

পাওয়া গেলে সেই কি গুলোর মধ্যে থেকে WaitToKillAppTimeout নির্বাচন করুন।

এবার মাউস এর রাইট বাটন ক্লিক করে Modify নির্বাচন করুন।

এর সেখানে Value তে 1000 করুন এবং OK বাটনে ক্লিক করুন।



এখন রেজিস্ট্রি এডিটর বন্ধ করে দিন। একবার পিসি রি-স্টার্ট করুন।

ব্যাস কাজ শেষ এর পরে আবার যখন পিসি বন্ধ করবেন তখন আসল রেজাল্ট পাওয়া যাবে যে

আপনার পিসি কত দ্রুত বন্ধ হচ্ছে।

মোবাইল থেকেই জিপ ফাইল ওপেন করেন

নানা কারনে আমরা ফাইল জিপ ব্যবহার করে থাকি ।জিপ করার ফলে ফাইলের আকার সংকুচিত থাকে এবং অনেক ফাইল একত্রে রাখা যায় ।কম্পিউটার থেকে জিপ ফাইল খোলার জন্য আমরা বিভিন্ন রকম সফটও্যার ব্যবহার করি।কিন্তু মুঠোফোন থেকে জিপ ফাইল খুলতে পারি না এবং তৈরীও করা যায় না । আপনি ইচ্ছে করলে ’পাওয়ার গ্রাসপ’’ নামের একটি জাভা সফটওয়্যারের সাহয্যে সহজেই মুঠোফোন থেকে জিপ ফাইল তৈরী করতে এবং খুলতে পারবেন ।মাত্র ২১৮ কিলোবাইটের ছোট্ট এই সফটওয়্যারটি যেকোন জাভা সমর্থিত মুঠো ফোনে কাজ করবে ।সফটওয়্যারটিhttp://www.mediafire.com/?3ls245p238trlem ঠিকানা থেকে আপনার মুঠোফোনে নামিয়ে নিন ।যদি আপনি কোন জিপ ফাইল খুলতে চান তাহলে সফটওয়্যারটি চালু করে Open অপশনে যান ,কোন ফোল্ডারে আপনার জিপ ফাইলটি আছে দেখিয়ে দিন,জিপ ফাইলটি সিলেক্ট করে ওপেন করুন ।তাহলেই জিপ ফাইল খুলে যাবে ।আর যদি জিপ ফাইল তৈরী করতে চান তাহলে সফট্‌ওয়্যারটি চালু করে Create Archive অপশনে যান ।এরপরে জিপ ফাইলটির জন্য একটি নাম নির্বাচিত করুন, Compress To অপশনে যান ।কাংখিত জিপ ফাইলটি সিলেক্ট করে নির্দিষ্ট ফোল্ডারে সেভ করুন ।তাহলেই জিপ ফাইল তৈরী হয়ে যাবে ।

আপনার পেন ড্রাইভ,মেমোরী কার্ডকে Write Protection থেকে চিরমুক্তি দিয়ে দিন ।

আমি কিছু দিন ধরে পেন ড্রাইভ,মেমোরী কার্ড এ Write Protection নামক সমস্যা টা নিয়ে অনেক ভুগতেছিলাম।

কোন কিছু কপি পেষ্ট করতে পারছিনা।

যখন কোন কিছু কপি করতে যাই তখন এই লেখাটা আসে।

ERROR COPYING FILE OR FOLDER

cannot copy cd keys:The disk is Write-protected.

remove the write-protection or use another disk

তারপর অনেক কষ্ট করে এটার একটা সমাধান পেলাম।

তা নিম্নে দেয়ার চেষ্টা করলাম।যদি আপনাদের কোন অপকারে আসে তাহলে নিজেকে ধন্য মনে করব।

আপনার কম্পিউটারের Start Menu র Run এ গিয়ে regedit লেখে Enter প্রেস করুন।

তারপর এই জিনিস গুলো অনুসরন করুন।

HKEY_LOCAL_MACHINESYSTEMCurrentControlSetControlStorageDevicePolicies

তারপর ডান পাশের WriteProtect এ গিয়ে Double click করুন।

তারপর Value Data Box এ গিয়ে ০ লিখে Enter প্রেস করুন।

3.86GB র Window 7 10MB তে এবং 4.37GB র Mac.OS.X.Live.DVD 355KB তে Download.

কি বিশ্বাস করতে পারছেননা? কেন করবেননা করিয়েই ছাড়বো। আর করবেনই বা না কেন? Technology যেভাবে এগিয়ে চলছে।তাতে আমার মনে হয়না যে কিছু দিন পর অবিশ্বাসের কিছু টিকে থাকবে। যদি শোনেন computer এর দিন শেষ তবে ঘাবড়াবার কিছু নেই কারন তখন Motion sessor technology দুনিয়া দাপিয়ে বেড়াবে।
undefined


আজ আপনারা পাবেন এমন দুটি জিনিস যা কেউ কখনো ভাবেনি আগে।
একটি হচ্ছে Windows 7 Final only 10MB
এবং
অপরটি হচ্ছে Mac.OS.X.Live.DVD only 355KB
মূল ফাইলটি ৩৫৫কেবি কিন্তু সেটি ওপেন করার জন্য Transmac v8.1 ব্যবহার করতে হবে। এর সাইজ ১.৮৪এমবি.
আসলে এরকম একটা জিনিস যদি নিজের কাছে থাকে তবে ভাবটাই অন্য রকম মানে Friend দেরকে বলা যায় তোর কাছে আছে নাকি এমন জিনিস।
তো চলুন এখুনি Download করু আর সবাই কে চমকেদিন।

Download: Window 7 10MB Direct Mediafire Link
Download: Mac.OS.X.Live.DVD 355KB Direct Mediafire Link

নিয়ে নিন Web site Downloader

কেমন আছেন সবাই, আশা করি ভাল……….। আমরা যারা Limited Package ব্যাবহার করি তাদের কথা চিন্তা করে এই
টিউনটি করতে বসলাম। সাধারনত আমাদের নেট কানেকশন দিয়ে বিভিন্ন সাইট দেখতে হয় । এতে আমাদের Package
এর মেগাবাইট কাটে। কিন্তু আপনি যদি পুরো সাইটটি  Download করে নিন, তাহলে আপনি সাইটটি ‍অফলাইনে বসে
পড়তে পারবেন। আর পুরো সাইটটি  Download করার জন্য,  Download করে নিন Software । ডাউনলোড লিংক নিচে।
ভাল থাকুন তথ্য ও প্রযুক্তির সঙ্গে থাকুন । ভাল লাগলে কমেন্ট করুন।
>>>>>ডাউনলোড লিংক<<<<<

ড্রাইভ লুকিয়ে আপনার Personal Data কে রাখুন নিরাপদে

আপনি ইচ্ছে করলে অতি সহজেই আপনার কম্পিউটার এর এক বা একাধিক ড্রাইভ লুকিয়ে রাখতে পারেন খুব সহজেই।

এজন্য যা করতে হবেঃ

১) প্রথমে Run এ গিয়ে gpedit.msc লিখে এন্টার দিন।

২) Group Policy নামে একটি পেইজ আসবে।

বামদিক থেকে User Configuration এর সাবমেনু থেকে Administrative Templates এ সিঙ্গেল ক্লিক করুন।

৩) ডানদিকে Windows Components এ ডাবল ক্লিক করুন।

৪) Windows Components খুললে Windows Explorer এ ডাবল ক্লিক করুন।

৫) লক্ষ্য করুন, অনেকগুলো অপশন এসেছে।

এখান থেকে “Hide these specified drives in my computer” অপশনটি খুজে বের করে ডাবল ক্লিক করুন।

৬) এবার Enabled অপশনটি মার্ক করে নিচে থেকে কোন কোন ড্রাইভ লুকিয়ে রাখতে চান  তা সিলেক্ট করে Apply দিয়ে বেরিয়ে আসুন।
এখন ডেস্কটপে এসে কয়েকবার Refresh করে My Computer খুলে দেখুন আপনার সিলেক্ট করা ড্রাইভটি/ড্রাইভগুলো অদৃশ্য হয়ে গেছে।

মজিলা ফায়ারফক্স এর ব্রাউজিং স্পিড বারাতে কিছু ট্রিক

মজিলা ফায়ারফক্স এর ব্রাউজিং স্পিড বারাতে কিছু ট্রিকস


এটি আমার ১ম পোস্ট এই ব্লগে। অনেকদিন যাবত ভাবছিলাম লিখব লিখব তবুও লিখা হয়ে উঠে না। আজকে আলোচনা করব মজিলা কে কিভাবে একটু স্পিড বাড়ান যায় সেটা নিয়ে। যদি ভালো লাগে মন্তব্য করবেন অবশ্যই। আর উপকার পেলে আমি নিজেও খুশি হব।
firefox মজিলা ফায়ারফক্স এর ব্রাউজিং স্পিড বারাতে কিছু ট্রিকস

প্রথমে Firefox চালু করে এড্রেসবারে about:config টাইপ করে এন্টার করুন। ফায়ারফক্সের কনফিগারেশন পেজ চালু হবে।

HTTP PIPELINING এনাবল করুন:
১. HTTP পাইপলাইনিং এনাবল করে আপনি ব্রাউজিং এর গতি বাড়াতে পারেন। এর জন্য ওপেন হওয়া কনফিগারেশন পেজের ফিল্টারে টাইপ করুন network.http.pipelining. দু’টো ভ্যালু পাবেন।
২. network.http.pipelining.ssl অপশনের ভ্যালু True করুন।(ডাবল ক্লিক করলে False থেকে True হবে।)
৩. network.http.pipelining.maxrequests অপশনে ডাবল ক্লিক করে এর ভ্যালু বাড়িয়ে নিন।(ডিফল্ট থাকে ৪ আপনি আপনার নেট লাইনের গতি বুঝে পরিবর্তন করুন। আমার ব্রাউজারে এটি ৮ করা আছে।)

HTTP PROXY পাইপলাইন এনাবল ও network.dns.disableIPv6 ট্রু করুন:
১. HTTP PROXY পাইপলাইন এনাবল করতে ফিন্টারে টাইপ করুন- network.http.proxy.pipelining
২. network.http.proxy.pipelining অপশনের ভ্যালু পরিবর্তনের জন্য ডাবল ক্লিক করে True করুন।
৩. ফিন্টার বক্সে network.dns.disableIPv6 লিখুন।
৪. network.dns.disableIPv6 অপশনে ডাবলক্লিক করে True করুন।

CONTENT INTERRUPT PARSING যুক্ত করুন:
১. এই অপশনটি আগে থেকে থাকে না। সুতরাং আপনাকে যুক্ত করে নিতে হবে।
২. about:config এ রাইট ক্লিক করে একটি New -> Boolean যুক্ত করুন।
৩. New boolean value নামের যে পপ আপ উইন্ডোটি আসবে সেখানে content.interrupt.parsing টাইপ করুন।
৪. True ভ্যালু সেট করে OK করুন।
CONTENT NOTIFY ONTIMER:
১. about:config এ রাইট ক্লিক করে একটি New -> Boolean যুক্ত করুন।
২. পপ আপ বক্সে content.notify.ontimer টাইপ করে ওকে করুন।
৩. ভ্যালু হিসেবে True নির্বাচন করুন।

CONTENT MAX TOKENIZING TIME যুক্ত করুন:
১. about:config এ রাইট ক্লিক করে একটি New -> Integer যুক্ত করুন।
২. content.max.tokenizing.time লিখে OK করুন।
৩. ভ্যালু হিসেবে 2250000 সেট করে OK করুন।

CONTENT NOTIFY BACKOFFCOUNT:
১. about:config এ রাইট ক্লিক করে একটি New -> Integer যুক্ত করুন।
২. content.notify.backoffcount লিখে OK করুন।
৩. ভ্যালু হিসেবে সেট করুন ৫।

Firefox বন্ধ করে আবার চালু করুন এবং ব্রাউজ করে দেখুন। পার্থক্যটা নিজেই ধরতে পারবেন।

আপনার বন্ধুর ফেসবুক এর পুরো অ্যালবাম ডাউনলোড করুন তাও জিপ ফাইল আকারে কোন অ্যাড-ওন্স সফটওয়্যার ছাড়াই!!!

undefinedসবাইকে সালাম জানিয়ে আমার লেখা শুরু করছি।
ফেসবুক এ আমাদের বন্ধুর সংখ্যা যেমনি অগনিত তেমনি অগনিত আমাদের বন্ধুর ছবির সংখ্যা এবং অ্যালবাম সংখ্যা।প্রায়ই আমাদের বন্ধুরা তাঁদের বিভিন্ন ইভেন্ট এর ছবি আমাদের সাথে শেয়ার করে থাকে এবং ওইসব ছবির মাঝে থেকে যেইসব ছবি আমাদের ভাল লাগে তা আমরা আমাদের পিসি তে সেভ করে রাখি আর যদি পুরো অ্যালবাম ভাল লাগে তবে আমরা এক্সট্রা কোন অ্যাড-অন্স অথবা সফটওয়্যার এর মাধ্যমে অ্যালবাম গুলো সেভ করে রাখি।কিন্তু আমি আজ আপনাদের এমন একটি ওয়েবসাইট এর সাথে পরিছয় করিয়ে দেব যা দিয়ে আপনি আপনার বন্ধুর অথবা প্রিয় কোন পেজ এর ছবি ডাউনলোড করতে পারবেন তাও আবার একটি ফোল্ডার এর ভিতর জিপ ফাইল আকারে!তবে চলুন কথা না বারিয়ে কাজে চলে যাই।
১.প্রথমে এই লিঙ্ক টি থেকে ওয়েবসাইট টি ওপেন করুন।ওয়েবসাইট লিঙ্ক
এরপর একদম উপরে দেকবেন নিচের ছবিটির মত Log With Facebook অপশন টি আছে।
এইবার অপশন টি তে ক্লিক করুন এইবার যেই বক্স টি আসবে তাতে আপনার আইডি এবং পাসওয়ার্ড দিন তারপর নতুন যেই উইন্ডো আসবে তাতে Allow বাটন এ ক্লিক করুন ব্যাস কানেক্ট হয়ে গেল! তারপর নিচের ছবি এর মত আপনি আপনার বন্ধুর তালিকা এবং পেজ এর তালিকা দেকতে পারবেন।এইবার এইখান থেকে কোন বন্ধুটির অ্যালবাম ডাউনলোড করতে চান তা সিলেক্ট করুন যেমন নিচের ছবির মত আমি আমার একজন বন্ধু কে সিলেক্ট করলাম।
এইবার এইখান থেকে কোন একটি অ্যালবাম সিলেক্ট করুন।অ্যালবাম এর সবগুলো ছবি Select All দিয়ে সিলেক্ট করুন তারপর নিচের ছবি টির মত ডাউনলোড অপশন পাবেন ওইখানে Download এ ক্লিক করুন।
তারপর  ২টি অপশন পাবেন যে কোন একটি তে ক্লিক করুন ব্যাস হয়ে গেল।
আজ তাহলে এই পর্যন্তই।সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন এবং পিসি হেল্পলাইন এর সাথেই থাকবেন।ধন্যবাদ(-_-)

আপনার পিসির যেকোন প্রোগ্রাম লক করে রাখুন অতি সহজেই

অনেক সময় প্রাইভসীর কারনে পিসিতে বিভিন্ন সফটওয়্যার/গেমের কাজ বন্ধ রাখতে হয় ।যার ফলে আপনার অনুপস্থিতে কেউ ঐ প্রোগ্রাম চালাতে পারবে না । সাধারনত অফিস বা কম্পিউটার ল্যাবে এটার দরকার পড়ে। অনেকে সফটওয়্যার আনইনস্টল করে ব্যবহার বিরত রাখে ।তবে প্রয়োজনের সময় আবার সফটওয়ার ইনস্টল দেয়াটাও ঝামেলা ।আজকে আপনাদের এমন একটি সফটওয়্যারের সন্ধান দিবো যেটি নিদির্ষ্ট প্রোগ্রামের প্রসেস ব্লক রাখবে :D আপ
সফটওয়্যারটির নাম  হচ্ছে ‘প্রসেস ব্লকার’।
undefined
বিনামূল্যের ছোট এই সফটওয়্যারটি   এই   ঠিকানার ওয়েবসাইট থেকে নামিয়ে ইনস্টল করুন। এখন  Configure Process Blocker বা ইনস্টল হওয়া ফোল্ডার থেকে List Editor সক্রিয় করুন  ।এরপর  Blocked Applications List ট্যাবে Block the following applications-এ চেক করুন এবং Add বাটনে ক্লিক করে কাংখিত প্রোগ্রামটি ব্লক করে ফেলুন, এরপর প্রোগ্রামের প্রসেসের নাম লিখুন (যেমন, কমান্ড  ব্লক করতে চাইলে cnd.exe লিখলেই হবে) অথবা প্রোগ্রামটি ব্রাউজ করে অ্যাড করতে পারেন এবং সবশেষে Ok করুন।  আপনি ইচ্ছামতো প্রোগ্রাম ব্লক এড করতে পারবেন। এড করা প্রোগ্রাম ডিলিট  দিতে চাইলে Remove বাটনে ক্লিক করলেই হবে।
এবার সার্ভিসটি  পুনরায় চালু করার জন্য  পিসি রিস্টার্ট করুন অথবা রানে গিয়ে services.msc লিখে এন্টার করুন এবং সার্ভিসেস চালু হলে Process Blocker সার্ভিসটির ওপরে মাউসের ডান বাটনে ক্লিক করে Restart করুন। তাহলে ব্লক করা প্রোগ্রামটি চলবে না । খেয়াল করুন , সিস্টেম ট্রেতে একটি নোটিফিকেশন দিচ্ছে। নোটিফিকেশন বন্ধ করতে চান তাহলে Information and Statistics ট্যাবে Display tray notifications when listed applications are blocked আনচেক করলেই হবে।
ইউজারের কাছে পদ্ধতিটি লুকাতে স্টার্ট মেনুর প্রোগ্রামস থেকে প্রসেস ব্লকার শটকাটটি মুছে দিতে পারেন।

IDM এর স্পিড বাড়ান ।।

এখন আপনার IDM স্পিড নিজে বাড়ান খুব সহজে ।
শুধু ছোট্ট কিছু কাজ করতে হবে । আমি এটা ৬.০.৮ ভার্সন এ করেছি ।
প্রথমে আপনাকে IDM ওপেন করতে হবে । এরপর IDM এর option এ যান এবং conection এ ক্লিক করুন ।
LAN 10Mbs করুন আর defult max. conn. number টি 16 করুন ।
এবার ok দিন |
এখানে আপনি নিচের ছবি গুলোর মতো করে কাজ গুরো করুন ।





দেখবেন আপনার IDM এর স্পিড 20KB বেড়ে গেছে প্রায় ।

ধন্যবাদ ।।

ছবি কম্প্রেশ করার জন্য সুপার সফটওয়্যার।(5mb থেকে 150kb)!!! না দেখলে সুপার মিস।

আসসালামু আলাকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন।
সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার আজকের পোষ্ট শুরু করছি।
আশা করছি আপনাদের ভালো লাগবে।
আজকাল ডিজিটাল ক্যামেরার সাহায্যে যে ছবি তুলা হয় তা সর্বনিম্ন যদিও হয় তাহলে হবে ২ এমবি। আর বড় কতটুকু হয় তা তো হিসাবি নাই।
আর আমরা যারা লিমিটেড নেট ইউজ করি তাদের বেলাই অনেক সমস্যাই পড়তে হয়।
কোন ছবি যদি উপলোড করতে গেলে তো কোন কথাই নেই।
তাই যাতে আপনার ছবি গুলু রিসাইজ বা কম্প্রেশ করে এমবি কমাতে পারেন তাই আজকে আমার এই লেখা।
আশা করি আপনাদের একটু হলেও উপকার হবে।
চলুন তাহলে আর কথা না বাড়িয়ে নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
ডাউনলোড হয়ে গেলে সেটাপ দিন।
তারপর ওপেন করুন।
এখন open files ক্লিক করে আপনি যে ছবি টি কম্প্রেশ করবেন সেটি এড করুন।
তারপার ডানপাশের Optimize files এ ক্লিক করুন।

আপনি ইচ্ছা করলে যে জায়গায় সেভ করবেন তা দেখিয়ে দিতে পারেন।
কিছুক্ষন অপেক্ষা করুন।
তারপর দেখুন ছবির সাইজ কত হয়েছে।

Defregment করে নিন আপনার RAM কে!(Windows 7 error fixed!)

আমরা আমাদের কম্পিউটার ফাস্ট করার জন্য এবং এর ফাইল গুলো কে সাজিয়ে রাখার জন্য কম্পিউটার defregment করি.এখানে সাজানো বলতে জায়গা এর বেবষার কমানোর কথা বলা হছে.এভাবে আপনি আম্পান RAM কেও defragment করতে পারেন.এর জন্য লাগবে নিচের সফ্ত্বরে তা .download করে নিন নিচের লিঙ্ক থেকে.আশা করি পোস্ট তা ভালো লাগবে.
আর যদি আপনি প্রমান চান যে আপনার কম্পিউটার হয়েছে ফাস্ট নাকি ,তাহলে Task Manager এ গিয়ে Performance এ ক্লিক করলে বুজতে পারবেন যে Defregment করার আগে থেকে এখন Ram এর Usage কমেছে .

Ram De-fragment software Download Link

ছবির ব্রন, মেছতা যাবতীয় দাগ মুছে ফেলুন নিমিষেই চোখের পলকে

হা বন্ধুরা, শিরোনাম দেখেই বুঝে গেছেন এটি ছবির সফট ওয়্যার। নাম Face Smoother মাত্র ১.৯১ মেগাবাইট সম্পূর্ণ ফ্রি। প্রথমে এখান থেকে ডাউনলোড করে পিসি তে ইন্সটল করুন নিচের চিত্রের মত আসবে এবং দেখে নিন কিভাবে ধাপে ধাপে ছবির মুখের দাগ গুলি পরিস্কার করে সুন্দর করা যায়।
undefined
  1. Open এ ক্লিক দিয়ে যে ছবিকে ঠিক করবেন তা নির্ধারণ করে নিন।
  2. এবারে আপনি ছবির দাগ মুছতে চাইলে Smooth এ ক্লিক করুন এবং Ok করে Save করুন।
  3. ছবির Sharphen ঠিক করে নিতে এখানে ক্লিক দিন।
  4. Adjust এ ক্লিক দিয়ে আপনি ছবির উজ্জলতা, কন্ট্রাস্ট ও সাট্রুএশন ঠিক করে নিতে পারেন
  5. Rotate এ ক্লিক দিয়ে ছবির ফেস পরিবর্তন করে নিতে পারেন।
  6. Resize এ ক্লিক দিয়ে ছবির সাইজ কম বেশী করে নিতে পারেন।

মোস্তফা গেমস কম্পিউটারের জন্য (গেমটি না খেললে মিস করবেন))

ন্ধুরা আপনারা সকলে কেমন আছেন । নিশ্চয় ভাল আছেন ।
এই থাকার মাঝে আমি আপনাদের আরও ভাল করে তুলবো খুব সুন্দর একটি গেমস উপহার দিয়ে ।
এই গেমসটি অনেকেই  এলাকার আশে পাশে গেমসের দোকানে কয়েন দিয়ে খেলে থাকবেন । আমিও ছোট থাকতে টাকা দিয়ে এই গেমসটি খেলতাম । এভাবে অনেক টাকা নষ্ট করছিলাম । কিন্তু আজ আমি আপনাদের মাঝে কয়েন দিয়ে খেলা সেই জনপ্রিয় গেমসটি উপহার দেব । গেমসটির পুরো নাম হল Cadillacs & Dinosaurs কিন্তু আমরা এটিকে Mustapha নামে চিনি । যারা গেমসটি খেলেছেন তারা তো মজা পাবেনই আর যারা নতুন গেমসটি ডাউনলোড করে খেলবেন তারাও খুব মজা পাবেন ।
 গেমসটি মাত্র 4.540kb
গেমসটি প্রথমে আপনারা ইনস্টল করবেন । ইনস্টল করার পর Start Menu -> All Programs-> Mustapha তে গিয়ে Open করুন এবং নিচের ফটো গুলো অনুসরন করুনঃ
undefined
গেমসটি Open করার পর আপনার ডেস্কটপে কাল স্কীন আসবে । তারপর আপনি নিচের দেয়া ফটোর মত আপনার মাউসটি ডেস্কটপের উপরে বাম কোণাতে নিয়ে গিয়ে একটি ক্লিক করুন তারপর Game লেখাটি আসবে সেখানে ক্লিক করে Load এ ক্লিক করুন ।
Load এ ক্লিক করার পর নিচের ফটোর মত একটি স্কীন আসবে ।
সেখান থেকে Cadillacs & Dinosaurs লিখাটিতে ক্লিক করুন । ক্লিক করার পর Load এ ক্লিক করুন । এখন Enjoy করুন কয়েন দিয়ে খেলা মোস্তফা গেমস একদম ফ্রীতে ।
undefined
গেমসটি খেলার জন্য আপনি F1 ,F2 ,Up ,Down ,Left ,Right ,Alt and Ctrl বাটন ব্যবহার করুন ।

এস এস সি পরিক্ষার ফলাফল দেখুন এখন আরো সহজে আপনার মোবাইলে

ইন্টারনেটে আমরা পরিক্ষার রেজাল্ট দেখার সময় বার বার ‍সার্ভার এরর আসে এই সমস্যা থেকে মুক্তির উপায়  হল নিচের এই সয়টওয়্যার টি।এস এস সি পরীক্ষার ফলাফল পেতে সফ্টওয়্যারটি এক্ষুনি ডাউনলোড করুন্!এই সফ্টওয়্যার দ্বারা আপনি যেকোন সময় SSC/HSC, JSC/JDC পরীক্ষার ফলাফল জানতে পারবেন । সফ্টওয়্যারটি ডাউনলোড করুন নিচের লিন্ক থেকেঃ
শুধুমাত্র জাভা মোবাইলের জন্য

  ডাউনলোড লিঙ্ক

আপনার ডেস্কটপ হোক অন্যান্যদের থেকে আলাদা। দিন 3D View। আর তাইতো নিয়ে এলাম ডেস্কটপ কাস্টমাইজেশনের জন্য কিছু সফটওয়্যার।

আপনার ডেস্কটপকে নিজের মত করে সাজান। ডেস্কটপকে দিন থ্রিডি ভিউ। সফটওয়্যার গুলো setup দেওয়ার পর দেখবেন ডেস্কটপের চেহারা পাল্টে গেছে। আর আনন্দের খবর হল এটিপিসিকে একদমই স্লো করে না। আমি ব্যবহার করছি। আমার বেশ ভাল লেগেছে আশা করি আপনাদের ও ভাল লাগবে।
undefined

রকেট ডক ডাউনলোডের জন্য এখানে ক্লিক করুন
এরপর rain meter ডাউনলোড করুন। এবং setup করুন। সেট আপ শেষে rain meter এর উপর রাইট মাউস বাটনে ক্লিক করলে আপনি অনেক গুলো অপশন পাবেন। এখান থেকে আপনার পছন্দ মত rain meter নির্বচন করুন। rain meter ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
এরপর আপনার পছন্দমত একটি ওয়ালপেপার নির্বচন করুন। আমি যে ওয়াল্লপাপেরটি ব্যবহার করেছি সেটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
আপনার পছন্দের আরো অনেক docklets ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
পস্টটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আপনাদের ভাল লাগলে পোস্টটি করা সার্থক বলে মনে করব।

DU Meter যা আপনাকে জানিয়ে দেবে নেট স্পীড এর নাড়ি নক্ষএ।জানতে চাইলে এদিকে আসুন।

আমরা অনেকে নেট ব্যবহের করি অথচ যানিনা যে কত ঘনটা নেট ব্যবহার করলাম,কত স্পীড
পেলাম,কত MB ডাউনলোড করলাম আর গড় স্পীডইবা কত পেলাপ।কারন অনেকে এটি জানার
চেষ্টাই করিনা।কিন্তু আমরা যারা লিমিটেড নেট স্পীড করি তাদের জন্য
undefined







এটি জানা খুবই গুরুত্বপূর্ণ।এমনকি যারা আনলিমিটেড নেট ব্যবহার করি তাদের জন্যও।
আর তাই আমাদের এই জানার ব্যবসহাকে সহজ করে দিয়েছে DU Meter নামক একটি সফটওয়্যার।
যার কাজ হল সবসময় আপনাকে নেট স্পীড এর আপডেট খবর জানানো। তো চলুন জেনেনেই আপনি কি কি
জানতে পারবেন বা করতে পারবেন।
DU Meter এর ফিচার সমূহঃ-
  1. টাস্কবারে থেকে সবসময় নেট স্পীড জানানো
  2. মিনি মোড
  3. গ্রাফ বা টেক্সট ডিসপ্লে
  4. আপলোড,ডাউনলোড স্পীড আলাদা ভাবে দেখানো
  5. দৈনিক,সাপ্তাহিক,মাসিক ব্যবহৃত MB র পরিমাণ
  6. কোন ঘণ্টায় কত MB ব্যবহৃত হয়েছে
  7. New Stopwatch সুবিধা
  8. Total Report দেখানো
তো চলুন এখুনি ডাউনলোড করি আর জেনেনেই নেট স্পীড এর নাড়ি নক্ষএ।
DOWNLOAD:-  DU Meter 5.20 Full  Direct Mediafire

খুব সহজে আপনার Android ফোন Upgrade করুন!!!!!!

প্রথমে আপনার Android Upgrade করতে হলে ৪ টা জিনিস লাগবেঃ-
১)SuperOneClick
২) xRecovery
৩) “Root Explorer
৪) Ginger Xperia
ডাউনলোড লিঙ্ক গুলো দেয়া হলঃ-
প্রথম
দ্বিতীয়
তৃতীয়
চতুর্থ)
সর্ব প্রথম আপনার ফোন কে Root করতে হবে এই জন্য আপনার লাগবে “SuperOneClickসফটওয়্যার, তবে এর আগে আপনাকে আপনার ফোনের ড্রাইভটা Install করতে হবে। যেমন সনি এক্সপেরিয়া এক্স ৮ এর জন্য Sony PC Companion Install থাকতে হবে। এর পরঃ-
১ম পদক্ষেপঃ
১) আপনার ফোনকে পিসি-এর ইউএসবির সাথে যুক্ত করতে হবে
২) এরপর ফোনের Setting>Application> Development> USB Debugging তে টিক চিহ্ন না থাকলে তাতে টিক দিতে হবে।
৩) মনে রাখতে হবে ইউএসবি যুক্ত থাকা অবস্থায় মেমরি কার্ড অন করা যাবে না(unmountsকরতে হবে)
৪) এবার  SuperOneClickঅন করুন। তার পর যে ডাইলগ বক্স আসবে ওই খানে একেবারে বামে যে Root ট্যাব রয়েছে তাতে কিলিক করতে হবে।
৫) ১/২ মিনিট পর রুট হয়ে গেলে একটা বার্তা আশবে এখানে yesকরতে হবে তারপর ok তে কিলিক donate করতে চান কিনা এরকম একটা অপশন আসবে দিয়ে No বের হয়ে আসতে হবে । ব্যাস আপনার ফোন রুট হয়ে গেল।
২-য় পদক্ষেপঃ
১) এর পর মেমরি কার্ড স্টোরেজ অন করতে হবে
২) xRecovery, Root Explorer,  Ginger Xperia এই তিনটি আপ্লিকেশন মেমরি তে কপি করতে হবে।
এই তিনটি আপ্লিকেশন মেমরি তে কপি করতে হবে।
৩) Root Explorer আপ্লিকেশন ফোনে Install করতে হবে
৪)  Root Explorer অন করে এখান থেকে SD Card কিলিক করে  xRecovery ফোল্ডার এ কিলিক করতে হবে। এর ভেতর ৩ টা সাব ফাইলের(busybox, chargemon, xrecovery) প্রথমটি প্রেস করে কপি করতে হবে তারপর parent folder এ ২ বার কিলিক করতে হবে।
৫) System>bin এ যাবার পর একেবারে উপরে ডান পাশে [Mount R/W]  ট্যাবে কিলিক করতে হবে তারপর এখানে পেস্ট করতে হবে
৬) ঠিক অনুরূপ ভাবে xRecovery এর বাকি ২ টা ফাইল System>bin এ গিয়ে পেস্ট করতে হবে। নিচের ইমেজে দেখানো হল



৩য় পদক্ষেপঃ
১) এবার আপনার ফোন অফ করে অন করুন। অন হবার আগেই আপনার ফোনের ব্যাক বাটন বারবার প্রেস করতে থাকুন। তাহলে  xRecovery Menu আসবে
২) এখান থেকে আপনার ফোনের সাইড বাটন ব্যাবহার করে backup and restore> backup সিলেক্ট করে ফোনের মাঝের বাটন প্রেস করতে হবে। ৫/৭ মিনিট পর আপনার backup শেষ হবে।
৩) এরপর  [factory reset (full wipe)] অপশন সিলেক্ট করতে হবে।
৪) এবার মেনু থেকে install custom zip অপশন সিলেক্ট করতে হবে তারপর মেমরি কার্ড থেকে GingerXperiaV8.zip সিলেক্ট করতে হবে তারপর Yes করতে হবে।
৫) ৪/৫ মিনিট পর আপনার উপগ্রাদ কাজ শেষ হবে। Reboot দিন আর নতুন এক ফোন উপভোগ করুন।

Restore করতে হলে:
১) প্রথমে আপনার ফোন অফ করুন। তারপর ফোন অন হবার আগে থেকে আপনার ফোনের ডান পাশে থাকা ব্যাক বাটন বারবার প্রেস করুন, তাহলে xRecovery Menu আসবে।
২) এখান থেকে factory reset (full wipe) সিলেক্ট করুন।
৩) তারপর [backup/restore] > [restore] সিলেক্ট করুন।
৪) এইখানে “2012-05-06.11.01.21″ এই ধরনের একটা ফাইল পাওয়া যাবে। এটা সিলেক্ট করুন।
৫) ৫/৭ মিনিট পর আপনার যখন restore complete হবে তখন reboot দিবেন। ব্যাস আপনার original base android পেয়ে গেলেন।
ধন্যবাদ

পি ডি এফ থেকে ডক , টেক্স্ট , ইমেজ ইত্যদি করতে চান

আজ আপনাদের সাথে চরম দরকারি একটি সফ্টয়ার সেয়ার করবো নিচে দেখুন
undefined


এটি দিয়ে আপনি খুব সহযেই PDF থেকে ডক , টেক্স্ট , ইমেজ ইত্যদি করতে আরো অনেককিছু করতে পারবেন


PDFZilla (“PDFZilla”) এই সব তথ্য, ডকুমেন্ট, টেক্সট, ডিরেক্টরি, তথ্য, আইকন, যোগাযোগ, ফাইল, ছবি,ভিডিও, গ্রাফিক্স, সঙ্গীত, শব্দ, সফ্টওয়্যার, এবং পরিষেবা উপলব্ধ মাধ্যমে সহ ওয়েবসাইট (“সাইট”), তোলে সাইটের (সমষ্টিগতভাবে, “বিষয়বস্তু”) শর্তাবলী এই নথিতে সেট পত্রপুষ্পোদ্গম এবং এই নথির মধ্যে কোনো ধরনের পরিবর্তনের যে PDFZilla থেকে সময় সময় (সমষ্টিগতভাবে, “ব্যবহারের শর্তাবলী”) প্রকাশ করতে পারেন আপনার ব্যবহারের জন্য উপলব্ধ বিষয়.
ব্যবহারের মাধ্যমে শর্তাবলীর অনুমোদন

দ্বারা ব্যবহার বা অন্য কোন উপায়ে এই সাইট ব্যবহার করে, সীমাবদ্ধতা ব্যতীত সহ,, ব্যবহার বা যে কোনও লিখিত সামগ্রী ডাউনলোড, বা নিছক সাইট ব্রাউজ করতে, আপনি সম্মত হন এবং ব্যবহারের শর্তাবলী দ্বারা আবদ্ধ হয়. আপনি যদি এই ব্যবহারের শর্তাবলীতে একমত না হন, তাহলে অনুগ্রহ করে এই সাইট ব্যবহার করবেন না. আপনি যদি ব্যবহারের শর্তাবলীর কোনো লঙ্ঘন, স্বয়ংক্রিয়ভাবে আপনার অনুমোদনের জন্য এই সাইট ব্যবহার বন্ধ করলে, এবং যে কোনও লিখিত সামগ্রী ডাউনলোড ব্যবহারের শর্তাবলী লঙ্ঘন করে এমন সাইট থেকে অথবা সঙ্গে সঙ্গে মুদ্রিত ধ্বংস করা আবশ্যক. আমরা রিজার্ভ আমাদের বিবেচনা অধিকার,, অথবা আপডেট ব্যবহারের এই শর্তাদি পরিবর্তন করুন. ব্যবহারের শর্তাবলী চেক পর্যায়ক্রমে পরিবর্তনের জন্য দয়া করে. আপনার এই সাইট এর অব্যাহত কোন পরিবর্তন পোস্টিং ব্যবহারের নিয়ম অনুসরণ ব্যবহার যারা পরিবর্তন গ্রহণ করেছে
PDFZilla সংরক্ষণ এর নিজস্ব বিবেচনার ভিত্তিতে সঠিক,, সমস্ত এই সাইট বা অংশ থেকে আপনার প্রবেশাধিকার ফুরান সঙ্গে বা নোটিশ,.
ডাউন লোড করুন এখানে

~সবচেয়ে সহজ উপায়ে উইন্ডোজ এক্সপি/ ৭ / ৮/Ubuntu এর বুটেবল ডিভিডি অথবা পেন-ড্রাইভ তৈরি করুন~

সালাম নিবেন সবাই,
আপনাদের কাছে আমি ২ ভাগে এই পোস্টটি উপস্থাপন করব।
১. উইন্ডোজ ভার্সনের জন্য
২. উবুন্তর জন্য
১. উইন্ডোজ ভার্সনের জন্যঃ
উইন্ডোজ ৭ এর জন্য আপনি যেকোন খালি ডিভিডি ডিস্ক অথবা ৪গিগাবাইট পেন-ড্রাইভ ব্যাবহার করতে পারবেন। কিন্তু, উইন্ডোজ ৮ এর আপনার ডিভিডি ৫ অথবা, ডিভিডি ৯ এবং ৮গিগাবাইট পেন–ড্রাইভ লাগতে পারে সাইজ অনুযায়ী।
কি কি লাগবে?
১. উইন্ডোজ ৭ ডিভিডি /পেন-ড্রাইভ টুলঃ http://www.mediafire.com/?vhf4gw0w7cm2sg1
২. .net Framework:  http://www.mediafire.com/?118xnlrulf3u2l6
৩. উইন্ডোজ এক্সপি-এর জন্যঃ http://www.mediafire.com/?kafs5l2v9cc32ui   (আপনারা এই আপডেটটি ইন্সটল করে নিন, তারপর ১ নম্বর লিঙ্ক থেকে ডাউনলোড করে ইন্সটল করুণ। )
কিভাবে করবেন?
ফ্রেমওয়ার্ক না থাকলে ডাউনলোড করে ইন্সটল করুন। তারপর, উইন্ডোজ ৭ ডিভিডি / পেন-ড্রাইভ টুল ডাউনলোড করে ইন্সটল করুন। এখন, উইন্ডোজ ৭ ডিভিডি / পেন-ড্রাইভ টুল রান করুন। তারপর, আপনার ISO ব্রাউজ করে Next ক্লিক করুন। এখন, কোথায় ISO Burn করবেন অর্থাৎ আপনার ডিভিডি ডিস্ক  / পেন-ড্রাইভ সিলেক্ট করে Burn করুন।
ISO Burn করবেন কিভাবে?
http://www.softsea.com/download/Free-ISO-Burner.html অথবা, http://www.ebswift.com/Common/AspCommon/Download/FileDownloadToClient.aspx?File=/OpenSource/DoISO/DoISO-Setup.zip
ডাউনলোড করে, ইন্সটল করুণ। তারপর, আপনার উইন্ডোজ ফোল্ডার ব্রাউজ করে ISO ইমেজ বানাতে পারবেন।

ছোট একটি টিউটোরিয়াল ছবির মাধ্যমেঃ


তারপর, NEXT ক্লিক করে আপনার USB ড্রাইভ সিলেক্ট করুণ। প্রম্পট অনুসরণ করুণ। ব্যাস হয়ে গেল।
অনেকভাবেই আপনি উইন্ডোজের পোর্টেবল ইন্সটলার তৈরি করতে পারবেন। তবে, এখানে আমি আপনাদের মাইক্রোসফট-এর নেটিভ পন্থায় তা দেখালাম। আপনি উপরে দেয়া ISO  মাইক্রোসফট-এর উইন্ডোজ ৭-এর বিল্ড-ইন ফিচার ব্যাবহার করে করতে পারবেন। এক্সপিতে এই ফিচার নাই, বিধায় আমি থার্ড-পার্টি সফটওয়্যার ব্যাবহার করেছি।
২. উবুন্তুর জন্য
ISO বানাবার পন্থা ঠিক উইন্ডোজেরই মত। তবে, যখন ইউএসবিতে লোড করবেন, তখন উবুন্তর জন্য আপনাকে শুধু একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে।
লিংকঃ
উইন্ডোজঃ http://unetbootin.sourceforge.net/unetbootin-windows-latest.exe
লিনাক্সঃ http://unetbootin.sourceforge.net/unetbootin-linux-latest
ম্যাকঃ http://unetbootin.sourceforge.net/unetbootin-mac-latest.zip 

এই সফটওয়্যার দিয়ে মোটামোটি সব লিনাক্স অপারেটিং সিস্টেম ইউএসবি বুটেবল করতে পারবেন।
আশা করি এই পোস্ট থেকে অনেকেই উপকার পাবেন।

ল্যাপটপ ও নেট বুকের ব্যাটারির সকল তথ্য জেনে নিন।

নিয়ে এলাম আপনাদের জন্য ছোট একটি সফট। যার নাম BatteryInfoViewএটা দিয়ে আপনি আপনার ল্যাপটপ বা নেট বুকের ব্যাটারির সকল তথ্য যেমন- নাম, ম্যানুফেকচার নাম, সিরিয়াল নাম্বার, তৈরির তারিখ, ব্যাটারির ক্ষমতা, চার্জিং ও ডিসচার্জ রেট সহ অনেক কিছু দেখতে পাবেন। পোর্টেবল ইন্সটলের কোন ঝামেলা নেই। মাত্র ৩৩০ কেবি।  BatteryInfoView.exe তে ডাবল ক্লিক দিন, নিচের চিত্রের মত পাবেন।
undefined
 এখানে আপনি বাম পাশে বিভিন্ন মেনুতে ডাবল ক্লিক করলেই ব্যাটারি সম্পর্কে হালনাগাদ তথ্য পেয়ে যাবেন এবং BatteryInfoView.chm ফাইলটিতে ডাবল ক্লিক করলে এই সফট এর সম্পর্কে তথ্যাদি দেখতে পাবেন ও কিভাবে ব্যবহার করতে হয় জানতে পারবেন।
তাহলে দেরী না করে ডাউনলোড করুন এখান থেকে এবং উপভোগ করুন। এটি Win XP/2003/08/Vista/Windows7এর জন্য প্রযোজ্য।

নষ্ট হয়ে যাওয়া ডিস্ক/ড্রাইভ থেকে ফাইল কপি করুন সহজেই

undefined
নানা কারনে হার্ডডিস্কের ফাইল করাপ্টেড হয়ে যায় ।যার ফলে করাপ্টেড ফাইলের কারনে অন্যান্য ফাইল/ফোল্ডার কপি করা যায় না। যদি এরকম হয় তাহলে আপনার দরকার  ‘আনস্টপেবল কপিয়ার’ নামের একটি সফটওয়্যার । মাত্র ৫০০ কিলোবাইটের মতো ফ্রিওয়্যার এই সফটওয়্যারটি www.roadkil.net থেকে ডাউনলোড করে নিন।এরপর সফটওয়্যারটি চালু করে Source ও Target ফোল্ডার নির্বাচন করে Copy-তে ক্লিক করলে ফাইল কপি শুরু হবে, করাপ্টেড ফাইলগুলো কপি হওয়া থেকে বিরত থাকবে। ফাইল সরিয়ে রাখতে (মুভ) চাইলে Settings থেকে Move Files নির্বাচন করতে হবে।

Screenshot নেওয়া এখন আরো সহজ !!!

সাধারন উপায়ে স্ক্রীন ক্যাপচার >
স্ক্রীন ক্যাপচার বলতে বুঝাই আপনার পিসির স্ক্রীনে যা দেখা যাচ্ছে তা ছবি আকারে ধারন করা। এর সাধারন উপায় হচ্ছে :
>> কীবোর্ডের Print Screen/ Sys Rq বাটনটি প্রেস করুন,
undefined
>> এর পর ‍ Start ম্যানু থেকে All Programs > Accessories  থেকে Paint ওপেন করুন।
>> তার পর কীবোর্ড থেকে Ctrl+V প্রেস করে Paste করুন।
>> সবশেষে সেইভ করে ফেলুন।
**********************************************
সফ্টওয়্যার এর মাধ্যমে >
এবার আসুন একটি পাওয়ারফুল  সফ্টওয়্যার এর কথা বলি। যেটা দিয়ে মনের আয়েশ মিটিয়ে স্ক্রীন স্যুট নিতে পারবেন। সফ্টওয়্যারটির নাম Fast Stone , আর আমার দেওয়া সফ্টওয়্যার মানের পোর্টেবল । ইনষ্টল করা ঝামেলা নাই; সাইজ মাত্র ২.২৮ মেগাবাইট। 
undefined
যেসব ফরম্যাটে পিকচার সেইভ করা যাবে >> BMP, GIF, JPEG, PCX, PNG, TGA, TIFF এবং PDF ফরম্যাট।
সফ্টওয়্যারটির বাড়তি সুবিধা > 
** কয়েকটি ইফেক্টস এপ্লাই করতে পারবেন ; যেমন > drop-shadow, frame, torn-edge and fade-edge ইত্যাদি।
** ইমেজ ক্যাপশন যোগ করতে পারবেন.
** Resize, crop, rotate, sharpen, brighten, adjust colors করা সহ Undo/Redo করতে পারবেন।
** ক্যাপচার করার পরই এটাকে এম এস Word and PowerPoint এ ট্রান্সফার করতে পারবেন।
** এটাতে আরো একটি সুবিধা রয়েছে তা হচ্ছে Screen Magnifier যা দিয়ে বড়/ছোট করে দেখতে পারবেন।

সবচেয়ে বড় কথা এটা দিয়ে অডিও এবং ভিডিও সহ স্ক্রীন রেকর্ড করতে পারবেন।
মাত্র ২ মেগাবাইটের সফ্টওয়্যার দিয়ে আর কত সুবিধা পেতে চান ??

ডাউনলোড লিংক >> http://www.mediafire.com/?ljbus80m6uco8vb

Google Chrome পোর্টেবল ভার্সন হাই স্পীড ব্রাউজার (1.3 mb)

যাহারা গুগল  ক্রোম ব্যাবহার করিতেছেন; তাহাদের জন্য সামান্য একটু সুখবর নিয়ে আসলাম । সুখবরটি টাইটেল দেখিয়া অবশ্যই তাহা উপলব্ধি করিতে পারিতেছেন; আমি আবার বরাবরই পোর্টেবলভার্সন ব্যবহার করিতে পছন্দ করি। তাই আপনাদের উদ্দেশ্যে শেয়ার করিতেও আমর ভালই লাগে বলা চলে । কারন এটা ইনষ্টল দেওয়ার ঝামেলা থাকে না। যাহা হোক  প্রথমে নিচের লিংক থেকেপোর্টেবল Google Chrome টি ডাউনলোড করিয়া নিন

 (১.৩৫ মেগা মাত্র)


ডাউনলোড লিংক >> http://www.mediafire.com/?8rjsng5s5agwmg1

ডাউনলোড শেষ হইলে  ফাইলটি এক্সট্রাক্ট করে নিন নিজের ইচ্ছামতো স্থানে।
এর পর থেকেই পোর্টেবল এর সুবধা উপভোগ করা শুরু করিতে পারেন

নকিয়া সিম্বিয়ান হ্যাকিং টিউটোরিয়াল (সবচেয়ে সহজ পদ্ধতিতে)

বর্তমানে নকিয়ার সিম্বিয়ান ফোন গুলো খুব ই জনপ্রিয়, কারণ এর বিস্তৃত কম্প্যাটিবিলিটি এবং সহজ ব্যবহারের জন্য।কিন্তু এই মোবাইল গুলো বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় আনসাইনড এপ্লিকেশন গুলো ইন্সটল করার সময়।বেশ কিছুদিন আগ পর্যন্ত মানুষ OPDA, S60Cert ইত্যাদি ওয়েবসাইট থেকে সার্টিফিকেট ও কী ফাইল ডাউনলোড করত এবং আনসাইনড এপ্লিকেশন সাইন করে নিত। কিন্তু এখন এসব ওয়েবসাইট সার্টিফিকেট ও কী ফাইল দেয়া বন্ধ করে দিয়েছে।তাই এখন সিম্বিয়ান সফটওয়্যার সাইন করা অনেক ঝামেলার একটি কাজ হয়ে দাঁড়িয়েছে।
আমি এই টিউটরিয়াল এ বলব কিভাবে সিম্বিয়ান হ্যাক করে এতে আনসাইনড এপ্লিকেশন ইন্সটল করা যায়।
এর জন্য আমাদের যেসব ফাইল দরকার পড়বেঃ
  1. Patch files
  2. Dr. Web antivirus version 6.00 (প্যাচ কপি করার জন্য)
  3. Nokia Ovi Provisioner
  4. Rom Patcher+
  5. Installserver.exe file (এর মাধ্যমে সিস্টেম আনসাইনড এপ্লিকেশন সাপোর্ট করবে )
  6. X-Plore (installserver.exe ফাইলটি সিস্টেম এ কপি করার জন্য)
  7. An unsigned application (সিম্বিয়ান হ্যাক সফল হয়েছে কিনা তা চেক করার জন্য।)
(এই টিউটোরিয়াল এর জন্য আমরা যে এপ্লিকেশন ব্যবহার করব তা হলো Advanced Call Manager Unsigned.)
সবগুলো টুল একটি .rar ফাইল এ আছে. এখান থেকে ডাউনলোড করুন।
1.  প্রথমে আপনার মোবাইলটি ইউএসবি দিয়ে কম্পিউটারে mass storage মোড এ কানেক্ট করুন।
2. তারপর .rar ফাইলটি কম্পিউটার এ এক্সট্রাক্ট করুন।(মোবাইল এ নয় !!!!)

3. তারপর, QuarantinedriversLDD ফোল্ডার টি ওপেন করে ওখান থেকে 20024113 ফোল্ডারটি আপনার মোবাইল এর মেমোরি কার্ডের Private এর ভেতরে পেস্ট করুন.(ফোন মেমরী ব্যবহার করতে চাইলে QuarantinedriversF ফোল্ডারটি ফোন মেমরীর Private ফোল্ডার এ পেস্ট করুন।)
 
__________________________________________________________________
4. তিন নম্বর ধাপের কাজগুলো ঠিকমতো করেছেন কিনা নিশ্চিত হোন। যদি মনে হয় ঠিক নেই, তবে ৩ নং ধাপের কাজগূলো আবার করুন। ধরে নিচ্ছি আপনি সব কাজ ঠিকমত করেছেন।এখন পরের ধাপ। এই ফাইলগুলো আপনার ফোনের মেমোরি কার্ডে পেস্ট করুন:
  1. DrWeb_AV.sis
  2. Nokia ovi provisioner .sisx
  3. RomPatcherPlus_Lite_signed.sisx
  4. X-plore v1.51.sis
  5. Installserver.exe (যেটি আপনার মোবাইলের জন্য সঠিক।)
5. এখন, প্রথমে Nokia ovi provisioner .sisx, তারপর DrWeb_AV.sis, তারপর RomPatcherPlus_Lite_Signed.sisx, এবং সব শেষে X-Plore v1.51.sis ইন্সটল করুন।মনে রাখবেন, সবগুলোই আপনার মোবাইল এর মেমোরী কার্ডে ইন্সটল করতে হবে।
6. DrWeb antivirus ওপেন করুন, এবং যখন license চাবে, cancel এ প্রেস করুন.
 
7. এখন,options থেকে Quarantine এ যান. এখানে আপনি তিনটি ফাইল পাবেন। (এগুলোই প্যাচ ফাইল।)।যদি না থাকে তবে নিশ্চিত করুনঃ 1)আপনি সঠিক জায়গায় সঠিক ফাইল পেস্ট করেছেন, 2)তারপর ও যদি না থাকে, তবে আপনার মোবাইল রিস্টার্ট করুন।

8. Options এ গিয়ে Select all কমান্ড দিন।

9. এবার Options এ গিয়ে Restore কমান্ড দিন। সবগুলো ফাইল চলে যাবে। (যদি ফাইলগুলো ডুপ্লিকেট হয়ে যায়, তাহলে হয়তবা আপনি ভূল প্যাচ ব্যবহার করেছেন।এক্ষেত্রে আবার ৩য় ধাপে যান এবং সঠিক প্যাচ ব্যবহার করে আবার চেষ্টা করুন।)
10.  DrWeb ক্লোজ করুন, এবং RomPatcherPlus ওপেন করুন। সিলেক্ট করুন Open4all_RP+ এবং একে activate করুন{দুবার tap করলেই হবে}.এর পাশের আইকন টি সবুজ হয়ে যাবে।(যদি “E:/sys/bin/patcher*. LDD not found!” message দেখতে পান,তাহলে ৩ নং ধাপ থেকে আবার শুরু করুন, এবং এবং ৮ নং ধাপে সবগূলো সিলেক্ট না করে, একটি একটি করে সিলেক্ট করুন, এবং restore করুন।)

11. এখন আপনি সব সিস্টেম ফাইল খুলে দেখতে পারবেন। RomPatcherPlus ক্লোজ করুন এবং X-Plore ওপেন করুন।এখন installserver.exe ফাইলটি (৪র্থ ধাপে মেমোরী কার্ডে কপি করা)  e:\sys\bin ফোল্ডার এবং c:\sys\bin folder এ কপি করুন।

12. X-Plore ক্লোজ করুন, এবং RomPatcherPlus আবার ওপেন করুন, এবং Install_Server_RP+ সিলেক্ট করে activate করে দিন. (দুবার Tap করুন).আইকনটি সবুজ হয়ে যাবে।
আপনার সিম্বিয়ান ফোন টি সফল ভাবে হ্যাক হয়ে গেছে(যদি সব কিছু ঠিক ঠাক মতো হয়।)। এখন আপনি মোবাইল থেকে  Dr.Web Antivirus এবং X-Plore রিমুভ করতে পারেন, কিন্তু Nokia ovi provisioner এবং Rompatcher ইন্সটল করা থাকতে হবে। এখন, নিশ্চিত হওয়ার জন্য Advanced Call Manager Unsigned এপ্লিকেশনটি ইন্সটল করে দেখুন।
পোস্টটি ভালো লাগলে আমার ব্লগে অবশ্যই সাবস্ক্রাইব করুন!!!!!

বদলে ফেলুন Windows এর Logon Screen!!!!(Updated)

আমরা আমাদের কম্পিউটারকে অন্যদের থেকে আলাদা এবং জটিল বানানোর জন্য কত কিছুই না করি।নতুন Theme , Wallpaper ,Icon আরো কত কিছু।কম্পিউটারকে অন্যদের থেকে আলাদা, জটিল , এবং সুন্দর বানানোর একটি পদ্ধতি Share করবো …
আপনি কি Windows 7 P ,Vista ,8 er Logon Screen change করেতে পারেন ? এটা করতে পারলে কিন্তু কম্পিউটার কে অনেক সুন্দর হত।আজকে আমি একটা software দিয়ে Logon Screen Change করা শিখাবো ….
undefined
Steps :
1.নিচের Software Link টি ক্লিক করুন 5 সেকেন্ড অপেক্ষা করার পর স্কিপ ক্লিক করুন এবং ৩ সেকেন্ড অপেক্ষা করলে download শুরু হবে
2.Download করে software টি Open করুন .
3.Change Logon Screen ‘ ক্লিক করুন
4.JPG format এর ফাইল সেলেক্ট করুন
5.কাজ শেষ।এবার Enjoy করুন …..

Software download link

PDF থেকে জ্বলছাপ রিমুভ করুন সহজেই

আস সালামু আলাইকুম; আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই ছোট একটি সফ্টওয়্যার । যা দিয়ে আপনারা সহজেই ১,২,৩ এর মতো করে পিডিএফ ফাইল থেকে যেকোন ধরনের লোগো, জ্বলছাপ, স্বাক্ষর সহ আরো অনেক কিছুই রিমুভ করতে পারবেন।
সফ্টওয়্যারটি পোর্টেবল হওয়াতে এটা আপনাকে ইনষ্টল করতে হবে না। পেইনড্রাইভে করে যেকোন পিসিতে ওপেন করে কাজ করতে পারবেন। তাও সাইজ আবার মাত্র 3.67 মেগাবাইট।
undefined
শুধু ফাইলটি সিলেক্ট করবেন আর কি কি রিমুভ করবেন তা সিলেক্ট করে রিমুভ বাটনে ক্লিক করুন । ও হ্যা তার আগে আপনাকে PDF Watermark Remover সফ্টওয়্যারটি ডাউনলোড করে নিতে হবে।
ডাউনলোড লিংক >>http://www.mediafire.com/?j1hzqtk4r6ot5zg

আপনার পিসি থেকে শেয়ার করুন ইন্টারনেট, ওয়ারলেস নেটওয়ার্ক এর মাধ্যমে এবং আপনার মোবাইল বা ল্যাপটপ এ ইন্টারনেট চালান ফ্রীতে…..

সবাই কেমন আছেন ? আশা করি ভাল আছেন……
আমি আজকে যে পোস্টটি করব তা আগে আমি এখানে করেছিলাম। কিন্তু পিসিহেল্পলাইনের সাময়িক সমস্যার কারনে আমার ও আর ও অনেক জনের পোস্ট হাড়িয়ে গেছে। আমরা সবাই চাই পিসিহেল্পলাইন টিক আগের মত হয়ে উটুক, সবার এই চেষ্টা ও কার্যক্রমের সাথে যুক্ত হউয়ার জন্য আমার এই সামান্য চেষ্টা।
আশা করি আমরা সবাই মিলে প্রচেষ্টা করে আমাদের প্রিয় পিসিহেল্পলাইনবিডি-কে আগের চেয়ে আরও সমৃদ্ধশালী করে গড়ে তুলব ইনশাল্লাহ।
আমি এখানে যতগুলো পোস্ট করতাম তার একটা কপি পোস্ট আমার ব্লগে রাখতাম। তাই আমার আজকে পোস্টগুলো করতে পারছি।
তাহলে চলুন আরম্ভ করা যাক……………………….


আজকে আমি আপনাদেরকে পিসি থেকে ইন্টারনেট শেয়ার করা শিখাবো, প্রথমে দেখে নিন কি কি লাগবে……
  1. ইন্টারনেট
  2. একটি USB WLAN Router  ডিভাইস ( এটা আপনি বাজারে কিনতে পারবেন, দাম মাত্র ৩০০ কি ৩৫০ টাকা ) / অথবা, আপনার ল্যাপটপ।
  3. Connectify  নামের একটি সফটওয়্যার ( ডাউনলোড করুন এখান থেকে)
এবার USB WLAN ডিভাইস টি আপনার কম্পিউটার এ লাগান, সফটওয়্যার টি ইন্সটল করুন (যে সফটওয়্যার টি আপনাদের দিয়েছি) । পিসি রিস্টার্ট চাইবে, রিস্টার্ট দিন। রিস্টার্ট হওয়ার পর দেখবেন যে CONNECTIFY  নামের সফটওয়্যার টি ওপেন হয়েছে।

লক্ষ্য করুন আপনার হটস্পট টি অফ লাইন আছে, এবার আমরা Connectify সফটওয়্যার এর সেটিং এ যা যা করা দরকার তা করব।
১।    Hostpot Name:    ( যে নামে ইন্টারনেট শেয়ার করতে চাইছেন সে নাম দিন)
২।     Password :             (এখানে আপনি আপনার ইচ্ছা মত Password দিন)
৩।     Internet :               (এখানে আপনি যে ইন্টারনেট টি শেয়ার করবেন তা সিলেক্ট করুন মানে আপনি যে ইন্টারনেট চালান  এখানে সেটা দেখাবে এবং তা সিলেক্ট করে দিন, যেমন আমি Broadband চালাই তাই Broadband সিলেক্ট করেছি )
৪।     Advanced :             (এখানে দেখুন Shar over  &  sharing mode রয়েছে, Share over আপনার WLAN ডিভাইসটি সিলেক্ট করুন ও sharing mode এ WI-Fi Access Point, Encrypted(WPA2) সিলেক্ট করে দেন।
৫।     এবার Start Hotspot এ ক্লিক করুন একটু অপেক্ষা করুন তারপর দেখুন আপনার হটস্পট টি চালু হয়ে গেসে। এবার আপনার মোবাইল বা ল্যাপটপ এ Wirless Lan সার্চ দেন দেখুন আপনার হটস্পট টি পেয়েছে আপনার নামে( Hostpot name এ যে নাম লিখেছিলেন সে নামে পাবে) আপনার মোবাইল বা ল্যাপটপ এ ওয়াইফাই টি চালু করতে হলে দেখবেন password চাইতেছে আপনার password টি দেন (মানে আপনি Connectify এর password এ যে password দিয়ে ছিলেন সেটি দিন)। এবার মনের আনন্দে আপনার মোবাইল বা ল্যাপটপ এ ফ্রী নেট চালান। আশা করি সবাই বুঝতে পারছেন যদি সমস্যা হয় বা ভাল লেগে তাকে তাহলে অবশ্যই  কমেন্ট দিয়ে জানাবেন সবাই কে অনেক ধন্যবাদ…

এবার নিজেই তৈরি করুন আপনার Shutdown, Restart ও Logoff বাটন আপনার Desktop এ …… সফটওয়্যার ছারাই

আপনি যদি ইচ্ছা করেন তাহলে আপনি নিজেই আপনি আপনার Shutdown, Restart ও Logoff এর শর্টকাট মেনু বানাতে পারেন আপনার ডেক্সটপে।
কিভাবে করবেন ? নিচে দেখুন……
১     প্রথমে আপনার মাউস এর রাইট বাঁটনের ক্লিক করুন।
২     তারপর নিউ তারপর শর্টকাট সিলেক্ট করুন।
৩    এবার একটি ডায়ালগ বক্স আসবে একানে লিখুন  Shutdown -s -t 10

<>  আপনি ইচ্চা করলে সময় বাড়িয়ে নিতে পাড়েন, আমি আপনাদের বুঝানুর জন্য ১০ সেকেন্ড টাইম দিলাম। (মানে আপনি ১০ এর জায়গায়  ইচ্ছা  মত সময় নিরধারন করে দিতে পাড়েন )
৪    এবার next বাঁটন এ ক্লিক করুন।
৫    Shortcut এর নাম দিন Shutdown PC
৬    এবার Finis বাঁটন এ ক্লিক করুন।
৮    আপনি ইচ্ছা করলে আইকন পরিবর্তন করে দিতে পাড়েন।
৯   আইকন পরিবর্তন করার জন্য Shutdown PC এর উপর মাউস পয়েন্টার রেখে রাইট বাঁটনে ক্লিক করে properties এ ক্লিক করুন এবং পরে change icon এ  ক্লিক করুন ।
১০   এবার icon সিলেক্ট করে OK বাটনে ক্লিক করুন।
১১   এবার Shutdown PC এর উপর ডাবল ক্লিক করুন এবার দেখবেন কম্পিউটার Shutdown হয়ে যাবে।
Restart বাটন
এটি তৈরি করতে হবে টিক Shutdown এর মত করে, শুধু কোড টি আলাদা হবে। Restart বাটন এর কোড হল  shutdown -r -t 10
Log off বাটন
এটিও তৈরি করতে হবে আগের টির মতই, শুধু কোড টি আলাদা হবে। Log off বাটন এর কোড হল   shutdown -l -t 10
যদি পেরে থাকেন বা যেকোনো সমস্যা হয় তাহলে অবশ্যয় জানাবেন। সবাই ভাল থাকুন ও বিডিটিউনারের সাথেয় থাকুন, ধন্যবাদ আমার পোস্টটি পড়ার জন্য।

লক করে রাখুন আপনার সমস্ত গোপন ফাইল। $40 দামের সফটওয়্যার “Folder Lock v7.05″ আপনি পাচ্ছেন বিনামূল্য।

আপনি আপনার গুরুত্তপূর্ণ ও গোপনীয় ফাইল লক করে রাখতে পারেন এই সফটওয়্যার এর সাহায্যে। এতে লক করা ফাইল একই সাথে লক ও হিডেন হয়ে যায়।আপনি এই সফটওয়্যার দিয়ে ফোল্ডার, ফাইল, ড্রাইভ সব কিছুই লক করে রাখতে পারবেন। অত্যন্ত গুরুত্তপুর্ণ এই সফটওয়্যারটির সাইজ মাত্র ৮ মেগাবাইট।
কোন কারনে ফাইল, ফোল্ডার কিংবা ড্রাইভ মুছে যাবার কোন ভয় নেই, পাসওয়ার্ড হারিয়ে গেলে নতুন করে অপারেটিং সিস্টেম (উইন্ডোজ) সেটআপ দিলে তা পুনরায় দেখতে পাবেন। আমি দীর্ঘ দিন ধরে ব্যবহার করছি এই ফোল্ডার লক করার সফটটি। Lock Folder আপনিও নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। সিরিয়াল কি সহ আছে। আপনি নতুন ফাইল, ফোল্ডার বা ড্রাইভ লক বা হাইড করে নিতে পারেন। আবার যেটাকে এর আওতামুক্ত করতে চান তা সিলেক্ট করে Remove এ ক্লিক করলে তা আওতামুক্ত হয়ে যাবে। এখান থেকে হাইড করা ফোল্ডারকে Unlock করে দিয়ে রাইট মাউস বাটনে ক্লিক করে explorer এ ক্লিক করলে আপনি ঐ ফোল্ডারে সরাসরি চলে যেতে পারবেন। আবার কাজ শেষে Locked সিলেক্ট করে দিলে পুনরায় হাইড হয়ে যাবে।
সফটওয়্যারটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
সিরিয়াল কী পেতে এখানে ক্লিক করুন
keygen পেতে এখানে ক্লিক করুন
তো বন্ধুরা ব্যবহার করুন  Folder Lock 7.05 এবং উপভোগ করুন।

কম্পিউটারের হ্যাং সমস্যা সমাধান করুন………..

আজকে আমি আপনাদের কম্পিউটার হ্যাং হউয়া থেকে রক্ষা পাওয়ার উপায় শিখাব……

undefined

প্রথমে Start থেকে Run এ গিয়ে regedit লিখে ‍ইন্টার চাপুন।
Hkey_Current_User এ ডাবল ক্লিক করুন।
Control Panel  এ ডাবল ক্লিক করুন।
Desktop এ ডাবল ক্লিক করুন।
এখন ডানপাশের auto end task এ ডাবল ক্লিক করুন।
এখানে Value Data  হিসেবে 0 এর পরিবর্তে 1 লিখে OK  ক্লিক করে বের হয়ে আসুন।
এখন থেকে আর আপনার কম্পিউটার হ্যাং হবে না।
সবাইকে ধন্যবাদ ।