ছবি কম্প্রেশ করার জন্য সুপার সফটওয়্যার।(5mb থেকে 150kb)!!! না দেখলে সুপার মিস।

আসসালামু আলাকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন।
সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার আজকের পোষ্ট শুরু করছি।
আশা করছি আপনাদের ভালো লাগবে।
আজকাল ডিজিটাল ক্যামেরার সাহায্যে যে ছবি তুলা হয় তা সর্বনিম্ন যদিও হয় তাহলে হবে ২ এমবি। আর বড় কতটুকু হয় তা তো হিসাবি নাই।
আর আমরা যারা লিমিটেড নেট ইউজ করি তাদের বেলাই অনেক সমস্যাই পড়তে হয়।
কোন ছবি যদি উপলোড করতে গেলে তো কোন কথাই নেই।
তাই যাতে আপনার ছবি গুলু রিসাইজ বা কম্প্রেশ করে এমবি কমাতে পারেন তাই আজকে আমার এই লেখা।
আশা করি আপনাদের একটু হলেও উপকার হবে।
চলুন তাহলে আর কথা না বাড়িয়ে নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
ডাউনলোড হয়ে গেলে সেটাপ দিন।
তারপর ওপেন করুন।
এখন open files ক্লিক করে আপনি যে ছবি টি কম্প্রেশ করবেন সেটি এড করুন।
তারপার ডানপাশের Optimize files এ ক্লিক করুন।

আপনি ইচ্ছা করলে যে জায়গায় সেভ করবেন তা দেখিয়ে দিতে পারেন।
কিছুক্ষন অপেক্ষা করুন।
তারপর দেখুন ছবির সাইজ কত হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন