Screenshot নেওয়া এখন আরো সহজ !!!

সাধারন উপায়ে স্ক্রীন ক্যাপচার >
স্ক্রীন ক্যাপচার বলতে বুঝাই আপনার পিসির স্ক্রীনে যা দেখা যাচ্ছে তা ছবি আকারে ধারন করা। এর সাধারন উপায় হচ্ছে :
>> কীবোর্ডের Print Screen/ Sys Rq বাটনটি প্রেস করুন,
undefined
>> এর পর ‍ Start ম্যানু থেকে All Programs > Accessories  থেকে Paint ওপেন করুন।
>> তার পর কীবোর্ড থেকে Ctrl+V প্রেস করে Paste করুন।
>> সবশেষে সেইভ করে ফেলুন।
**********************************************
সফ্টওয়্যার এর মাধ্যমে >
এবার আসুন একটি পাওয়ারফুল  সফ্টওয়্যার এর কথা বলি। যেটা দিয়ে মনের আয়েশ মিটিয়ে স্ক্রীন স্যুট নিতে পারবেন। সফ্টওয়্যারটির নাম Fast Stone , আর আমার দেওয়া সফ্টওয়্যার মানের পোর্টেবল । ইনষ্টল করা ঝামেলা নাই; সাইজ মাত্র ২.২৮ মেগাবাইট। 
undefined
যেসব ফরম্যাটে পিকচার সেইভ করা যাবে >> BMP, GIF, JPEG, PCX, PNG, TGA, TIFF এবং PDF ফরম্যাট।
সফ্টওয়্যারটির বাড়তি সুবিধা > 
** কয়েকটি ইফেক্টস এপ্লাই করতে পারবেন ; যেমন > drop-shadow, frame, torn-edge and fade-edge ইত্যাদি।
** ইমেজ ক্যাপশন যোগ করতে পারবেন.
** Resize, crop, rotate, sharpen, brighten, adjust colors করা সহ Undo/Redo করতে পারবেন।
** ক্যাপচার করার পরই এটাকে এম এস Word and PowerPoint এ ট্রান্সফার করতে পারবেন।
** এটাতে আরো একটি সুবিধা রয়েছে তা হচ্ছে Screen Magnifier যা দিয়ে বড়/ছোট করে দেখতে পারবেন।

সবচেয়ে বড় কথা এটা দিয়ে অডিও এবং ভিডিও সহ স্ক্রীন রেকর্ড করতে পারবেন।
মাত্র ২ মেগাবাইটের সফ্টওয়্যার দিয়ে আর কত সুবিধা পেতে চান ??

ডাউনলোড লিংক >> http://www.mediafire.com/?ljbus80m6uco8vb

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন