মিডিয়াফায়ার থেকে ডাউনলোড করতে সমস্যা হচ্ছে? তাহলে সমাধান নিন

সালাম নিবেন সবাই,
ইদানিং মিডিয়াফায়ার ডাউনলোড সমস্যায় অনেকেই ভুগছেন, তাই তাদের জন্য এই সমাধান।
৩টি উপায়ে এই সমস্যা থেকে রেহায় পেতে পারেন, প্রথমটি কাজ না করলে পরের ২টি দিয়ে দেখতে পারেন।
উপায় ১ :
  • ডাউনলোড লিঙ্ক ক্লিক করুণ।
  • লগ ইন করুণ মিডিয়াফায়ার একাউন্টে।
  • ব্রাউজার রিফ্রেশ করুণ।
  • এই সমধানটি অপেরা ব্রাউজারে করা হয়েছে।
উপায় ২ :
  •  এখানেঃ [http://deodeye.freehst.com/?p=project/mf/part5] ভিসিট করুণ।
  • মিডিয়াফায়ার লিঙ্কটি কপি করে বক্সে রাখুন, পাসওয়ার্ড থাকলে তা দিন।
  • এখন Generate –এ ক্লিক করুণ।
  • এই উপায়ে আপনি বেশীর ভাগ ডাউনলোড লিঙ্ক পাবেন।
উপায় ৩ :
  • মিডিয়াফায়ার লিঙ্কের পেইজটি ওপেন করুণ।
  • রাইট-ক্লিক করে সোর্স পেইজে যান।
  • এখন, Search (Ctrl + F) সার্চ বক্সেঃ ACV = লিখে ইন্টার চাপুন। দেখবেন, acv=”a href=’http://205.196.122.1/111ds4nwddyg/……..’  এই ধরনের লিঙ্ক প্রকাশ পাচ্ছে।
  • ‘http://205.196.122.1/111ds4nwddyg/…….. কপি করে ব্রাউজারে পেস্ট করে ইন্টার চাপুন।
দেখবেন লিঙ্ক ওপেন হচ্ছে। আর “Preparing Download” আসবে না অথবা, অন্য ধরণের সমস্যা হবে না। যেমনঃ ফাইল ব্লকড ইত্যাদি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন